জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের পিতা শেখ মুহাম্মাদ শামসুদ্দিনের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৯জানুয়ারী) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের পিতা মরহুম শেখ মুহাম্মাদ শামসুদ্দিন একজন ধর্মভীরু, স্বজ্জন, পরোপকারী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা, জ্ঞাপন করছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক। [আমীন]