কিশোরগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদক্ষেপ’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৮ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে সম্মিলিত আলোচনার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় সভাপতি হিসেবে গুরুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম আরিফ ও সাধারন সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী সাদিক ভূইয়া জাকিরের নাম ঘোষণা করে ১৭সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাংগঠনিক সম্পাদক মীর মুজাহিদুল হক নৌশেল, অর্থ সম্পাদক সোহানুর রহমন সোহান, প্রচার সম্পাদক সাবিত আহমেদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার কবির জয়, সহকারি ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইউশা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম রাসেল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সায়েম, রক্তদান বিষয়ক সম্পাদক মারুফ হাসান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জিসান, আইসিটি বিষয়ক সম্পাদক দিহান ভূঁইয়া, কার্যকরী সদস্য রাকিব হাসান ও মুহাম্মাদ হৃদয়ের নাম ঘোষণা করা হয়।