কিশোরগঞ্জের তাড়াইলে জামিয়াতুল ইসলাহ আল মাদানীয়া মাদ্রাসার অধীনে ও আল্লামা ফরিদ উদ্দিন মাসউদের তত্বাবধানে পরিচালিত ৩দিন ব্যাপী ইসলাহী ইজতেমা স্থগিত করা হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল ৯টায় জরুরি বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইজতেমা স্থগিত করার কারন জানতে চাইলে কর্তৃপক্ষ জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মুসল্লিদের জান-মালের নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ১৪, ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি ইসলাহী ইজতেমা স্থগিত ঘোষণা করা হয়েছে।