শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী এনামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা

আরিফ খান রাব্বি (সাভার):
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৭৮২ বার পঠিত

এমপি এবং পরবর্তীতে মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দূর্নীতি দমন কমিশন (দুদক)।এবং তার স্ত্রী রওশন আক্তার কে সম্পদের বিবরণী প্রদানের জন্য নোটিশ জারি করা হয়েছে। গত রবিবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে মহা পরিচালক মো: আক্তার হোসেন এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, মামলায় ঢাকা-১৯ আসন, সাভারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার নামে মোট ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা। তার ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা উত্তোলন হয়েছে।

দুদকের সূত্রে জানা যায়, ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায়-সম্পত্তি থাকতে পারে এ ধারণা করে রওশন আক্তারের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ দিয়েছে দুদক।

ডা. এনামুর ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছিলেন। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। গত জানুয়ারিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ডিবি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..