শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি কাঠালিয়ায় মাদ্রাসার সামনের সড়কে খানাখন্দ; সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন দ্বিতীয় বারের মতো সরকারি বাঙলা কলেজে আয়োজিত হয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা বর্ণাঢ্য আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উদযাপন বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন বাড়ির উপর ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন; বিপাকে বিয়ানীবাজারবাসী নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের ব্যাটারি চালিত অটো রিক্সা পেলেন আব্দুর রহমান বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ বিয়ানীবাজারে হেলমেট ব্যবহারে উদাসীন বাইকাররা

বর্ণাঢ্য আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ধারণ করে মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “মানবতার পাশে, একসাথে”।

বৃহস্পতিবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা, রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। বিশেষ এই দিবস উপলক্ষ্যে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণে শেষ হয়। সোসাইটির ১ হাজারেরও বেশি যুব স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেয়। দিবস উপলক্ষ্যে সোসাইটির স্বেচ্ছাসেবকদের জন্য আয়োজিত দেয়াল লিখন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান। একইসাথে রেড ক্রিসেন্ট রক্ত কর্মসূচীর আয়োজনে মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।

দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবতার কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, জিন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠনকে আরো এগিয়ে নিতে যুব স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান সোসাইটির চেয়ারম্যান ডা. মো. আজিজুল ইসলাম। বলেন, “মানবতার কল্যাণে সদা নিয়োজিত রেড ক্রিসেন্টকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষেতার সাথে পরিচালিত করতে বিগত সময়ের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি আমরা।” এসময় সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুহাম্মদ সাইদুর রহমান, ডা. শেখ আবু জাফর ও ডা. মাহমুদা আলম মিতু, মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি, উপ-মহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকসহ সোসাইটির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব স্বেচ্ছাসেবক, আইএফআরসি, আইসিআরসি এবং পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৮২৮ সালের ৮ মে রেড ক্রস এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। প্রতিবছর মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের ১৯১টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে দিবসটি পালিত হয়। জাতীয় সদর দপ্তরের পাশাপাশি সারাদেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিট উদযাপন করে দিবসটি

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..