শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ সিকদারের ইন্তেকাল ভোটের মাধ্যমে মসজিদের কমিটি গঠনের সিদ্ধান্ত কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ দেশে প্রথমবারের মতো পাসপোর্ট সেবায় ব্যাতিক্রমী উদ্যোগ জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিল বিভাগেও তারেক রহমানসহ সব আসামি খালাস বেতাগীতে দুর্বৃত্তদের আঘাতে ব্যবসায়ী গুরুতর আহত কুমিল্লার খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান আখন্দ আর নেই

যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন।

সোমবার সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে জাহাপুর বাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে।

স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।

ক্রীড়া ও যুব মন্ত্রণালয়েরও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন চাঁদপুরের একটি ঘটনার সাথে আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণী হেয় প্রতিপন্ন করেছে। আমি তথ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে আমি আইনগত ব্যবস্থা নেবো।

তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরে ঢোকেন। উপজেলার বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা, নহল চৌমুহনী গ্রামে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

পান্তি বাজারে নেমে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি উপস্থিত জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

উপদেষ্টা আসিফ এ সময় মুরাদনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন।

তিনি বলেন, মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, এসব চাওয়া পাওয়াগুলো নিজে শুনতেই মূলত ছুটে এসেছি।

দারোরা বাজারে উপস্থিত জনতাকে তিনি ঈদ শুভেচ্ছা জানান। এছাড়া এলাকায় কি কি জনকল্যাণমূলক কাজ দরকার সেগুলো লিখিত আকারে দিলে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।

এলাকা পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..