বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, দুদক চেয়ারম্যান গাইবান্ধায় সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩ তালতলীতে রাতের আধারে কৃষি ভ্যান বিতরণ, তদন্ত দাবী মুরাদনগরে যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান, নিউ মদিনা ফুডকে জরিমানা দৈনিক এদিন পত্রিকার সম্পাদক রামকিশোর মহলানবীশ আর নেই নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত সিলেট-৬ আসন: বিএনপিতে প্রার্থী জট, জামায়াতে নতুন মুখ ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক ও ‘পায়রার ডাক’ স্মরণিকা প্রকাশ

বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, দুদক চেয়ারম্যান

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, শুধু শাস্তি দিয়ে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে পারস্পারিক আন্তরিকতা ও সুসম্পর্কই পারে দুর্নীতি অনেকাংশে লাঘব করতে। দুদক সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছে।

আজ ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে নগরীর আলমনগর স্টেশন রোডে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দুদকের কার্যক্রম এ অঞ্চলে আরও বিস্তৃত হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দুর্নীতির বিপক্ষের মানুষ। তার উপদেষ্টা পরিষদের কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হন, সেক্ষেত্রেও তিনি তাদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। অভিযোগ সুনির্দিষ্ট হলে দুর্নীতি দমন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ পারে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে। তিনি দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..