মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত ছড়িয়ে পড়া অবৈধ অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার (এসপি) এক সংবাদ সম্মেলনে জানান, পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এ ধরনের জুয়া। এর মাধ্যমে যুব সমাজ অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে। তাই কেউ মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে অনলাইন ক্যাসিনো খেললে তার বিরুদ্ধে মামলা দায়ের ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে অনলাইন জুয়ার ক্ষেত্রে। এ কারণে যেকোনো ব্যক্তি এই কাজে যুক্ত থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে দেশে অনলাইন বেটিং, জুয়া ও ক্যাসিনো গেমের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও উল্লেখ করেন এসপি। তিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই এর বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে।এদিকে মেহেরপুরের তিন থানা— গাংনী, মুজিবনগর ও সদর থানায় সাইবার জুয়ার বিষয়ে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। জেলা পুলিশের নিয়মিত অভিযানে অনলাইনে জড়িত সন্দেহে একাধিক মামলা রুজু করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতন নাগরিকরা। তাঁদের মতে, সময়োপযোগী এই পদক্ষেপ তরুণ সমাজকে আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।