শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ বছর ধরে প্রভাবশালীদের দখলে সরকারি রাস্তা — ফেরত চেয়ে মোরেলগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন মান্যবর প্রধান উপদেষ্টা, কাঁদছে প্রিয় শিক্ষক সমাজ ও প্রিয় স্বদেশ ! মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত তাড়াইলে “মানব সেবায় আমরা” এর পক্ষ থেকে ইউএনও, ওসিকে সংবর্ধনা মান্যবর প্রধান উপদেষ্টা, আপনি শিক্ষক সম্প্রদায়ের বাতিঘর ! স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় আমতলীতে ইটভাটি বন্ধের দাবিতে মানববন্ধন এইচএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’২৫ পরবর্তী মতবিনিময় সভা কাঠালতলী মাধ‌্যমিক বিদ‌্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী সংবিধানের ঊর্ধ্বে নয় কোনো সনদ: জুলাই গণহত্যা ও ’৭১-এর বিচার একসঙ্গে চায় বিএনপি নেতা ড. কাজী মনির

অনলাইন জুয়ার অ্যাপে ধরা পড়লেই জেল ও এক কোটি টাকা জরিমানা

মুজিবনগর প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৮১৩ বার পঠিত
সংগৃহীত ছবি

মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত ছড়িয়ে পড়া অবৈধ অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার (এসপি) এক সংবাদ সম্মেলনে জানান, পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এ ধরনের জুয়া। এর মাধ্যমে যুব সমাজ অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে। তাই কেউ মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে অনলাইন ক্যাসিনো খেললে তার বিরুদ্ধে মামলা দায়ের ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে অনলাইন জুয়ার ক্ষেত্রে। এ কারণে যেকোনো ব্যক্তি এই কাজে যুক্ত থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে দেশে অনলাইন বেটিং, জুয়া ও ক্যাসিনো গেমের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও উল্লেখ করেন এসপি। তিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই এর বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে।এদিকে মেহেরপুরের তিন থানা— গাংনী, মুজিবনগর ও সদর থানায় সাইবার জুয়ার বিষয়ে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। জেলা পুলিশের নিয়মিত অভিযানে অনলাইনে জড়িত সন্দেহে একাধিক মামলা রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতন নাগরিকরা। তাঁদের মতে, সময়োপযোগী এই পদক্ষেপ তরুণ সমাজকে আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..