শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ বছর ধরে প্রভাবশালীদের দখলে সরকারি রাস্তা — ফেরত চেয়ে মোরেলগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন মান্যবর প্রধান উপদেষ্টা, কাঁদছে প্রিয় শিক্ষক সমাজ ও প্রিয় স্বদেশ ! মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত তাড়াইলে “মানব সেবায় আমরা” এর পক্ষ থেকে ইউএনও, ওসিকে সংবর্ধনা মান্যবর প্রধান উপদেষ্টা, আপনি শিক্ষক সম্প্রদায়ের বাতিঘর ! স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় আমতলীতে ইটভাটি বন্ধের দাবিতে মানববন্ধন এইচএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’২৫ পরবর্তী মতবিনিময় সভা কাঠালতলী মাধ‌্যমিক বিদ‌্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী সংবিধানের ঊর্ধ্বে নয় কোনো সনদ: জুলাই গণহত্যা ও ’৭১-এর বিচার একসঙ্গে চায় বিএনপি নেতা ড. কাজী মনির

আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৭০ বার পঠিত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের জন্য আর্থিক চাহিদা পূরণে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে সরে এসে একটি শক্তিশালী পুঁজিবাজার ভিত্তিক তহবিল সংগ্রহের মডেল গড়ে তোলা জরুরি। কেননা  বর্তমান ব্যবস্থা ঋণ খেলাপির সুযোগ তৈরি করে।

তিনি বলেন, ‘বন্ডে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম। আর্থিক চাহিদা মেটাতে আমাদের অবশ্যই ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করতে হবে।’

রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন : রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ ও ইসলামী অর্থবাজারের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি  আজ এসব কথা বলেন। বিএসইসি ও ডিএসই যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।

দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংস্কৃতি ও বৃহত্তর আর্থিক সক্ষমতার ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পুঁজিবাজারকে কেবল অনির্দিষ্টকালের জন্য মুনাফা অর্জনের জায়গা হিসেবে দেখা উচিত নয়।

সুকুক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই উপকরণগুলো অবশ্যই বাস্তব, আর্থিকভাবে টেকসই সম্পদের সঙ্গে সংযুক্ত হতে হবে, ডেরিভেটিভসের মতো ভঙ্গুর সম্পদ দ্বারা নয়।’

সরকারের তত্ত্বাবধানে থাকা জনগণের অর্থ উল্লেখ করে তিনি পেনশন তহবিল ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলোও চিহ্নিত করেন। তিনি প্রশ্ন রাখেন, ‘যদি পুরো তহবিলই বিনিয়োগ করা হয়, তবে জনগণ যখন অর্থ তুলতে চাইবে, তখন সরকার কীভাবে তা পূরণ করবে?’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বন্ড বাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির একটি যৌথ টাস্কফোর্স কাজ করছে এবং তারা ইতোমধ্যেই সরকারের কাছে নির্দিষ্ট সুপারিশ দিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী ১৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বন্ড ইস্যু হয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজারে পরিণত করেছে।

গভর্নর আরও বলেন, ‘ব্যাংকগুলো পাঁচ থেকে ছয় বছরের জন্য ঋণ দিতে পারে, কিন্তু দশ বছরের বেশি দিতে পারে না। দীর্ঘমেয়াদি সম্পদ বন্ডের মাধ্যমে অর্থায়ন করা উচিত। এমনকি সঞ্চয়পত্রও সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য হওয়া উচিত।’ একইসঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে পেনশন ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করতে এর সংস্কারের আহ্বান জানান তিনি।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..