বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

তাড়াইলে মারকাযুল উলূম আল ইসলামিয়ার বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত
তাড়াইলে মারকাযুল উলূম আল ইসলামিয়ার বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণ .............................ছবি: সংগৃহীত

দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সফলতার সঙ্গে চতুর্থ শিক্ষাবর্ষ সম্পন্ন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরস্থ বেলংকা রোডে অবস্থিত মারকাযুল উলূম আল ইসলামিয়া মাদরাসা। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

একটি আদর্শ মাদানী নেসাব কিতাব বিভাগ হিসেবে পরিচালিত প্রতিষ্ঠানটির এই আয়োজন ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য এক আনন্দঘন ও অনুপ্রেরণামূলক মুহূর্ত। অনুষ্ঠানে গত শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক বোর্ড)-এর মেধা তালিকায় উত্তীর্ণ এবং তানযীম বোর্ডের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, শাইখুল হাদিস, আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দ্বীনি শিক্ষার সঙ্গে আমল ও আখলাকের সমন্বয়ই একজন আদর্শ আলেম গঠনের মূল চাবিকাঠি। মারকাযুল উলূম আল ইসলামিয়া সেই লক্ষ্যকে সামনে রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

মারকাযুল উলূম আল ইসলামিয়ার পরিচালক মুফতি নূরুদ্দীন আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতির শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জামিয়া দারুল হুদা কাসেমুল উলূম মাদরাসার পরিচালক ও শাইখুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং পুরো মিলনায়তনজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোস্তফা হোসাইন, শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন, দারুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, সওতুল হেরা হাফিজিয়া মাদরাসার পরিচালক ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ, আল কোরআন ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামসহ স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..