শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ নান্দাইলে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্সটি সংস্কার চায় এলাকাবাসী প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র তাড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদন্ড

স্বাস্থ্যখাতে গবেষণার পরিধি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৬১৭৪ বার পঠিত

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলা এবং সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারে থাকাকালে প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছে। কারণ তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ সময় স্বাস্থ্যসহ সব খাতে গবেষণার ওপর জোর দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন। তবে, বিএনপি ক্ষমতায় থাকাকালে সাবমেরিন কেবলে যুক্ত না হওয়া, নরওয়ের কাছ থেকে কম্পিউটার না কেনাসহ নানাভাবে দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছে বলে জানান শেখ হাসিনা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের অত্যাধুনিক সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে সব দেশ উন্নত হয়েছে, সে সব দেশ গবেষণায় উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্বাস্থ্যের বিষয়ে গবেষণায় একটু পিছিয়ে আছি। তবে চেষ্টা করছি। শিগগিরই আমরা সে ব্যাপারে পদক্ষেপ নেব।

এ সময় কৃষি, শিক্ষাসহ নানা খাতে গবেষণায় তাঁর সরকারের নেওয়া পদক্ষপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষভাবে জোর দেন স্বাস্থ্যখাতে গবেষণার ওপর।

এ ছাড়া করোনার নতুন ধরনের হাত থেকে বাঁচতে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন অনেকেই সপরিবারে করোনায় আক্রান্ত হচ্ছেন। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যারা টিকা নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নেবেন।’

খাদ্যনিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের পর প্রজন্মকে সুন্দর জীবন উপহার দিতে ১০০ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের কারণেই দেশ এখন ডিজিটাল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..