মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জ মাজারের হিসাবরক্ষকের বিরুদ্ধে প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগে ফের উত্তাল জনমত আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে সোহাগের হত্যা হয়েছে- নাহিদ তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল  সিলেটে কমিটি ঘোষণার ১ দিন পর এনসিপির ৩ নেতার পদত্যাগ দিনাজপুরে কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতন মঞ্চ প্রস্তুত, কিন্তু এনসিপির নেতারা মঞ্চে না উঠে পাশ দিয়ে চলে যাওয়ায় ক্ষোভ! মব দমন না করে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না: জিএম কাদের আমতলী সদর ইউপি চেয়ারম্যান মিঠু মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ নিহত ১০ নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

বাঙলা কলেজে বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ’র আত্মপ্রকাশ : সভাপতি অমিত, সম্পাদক শান্ত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৬১৭১ বার পঠিত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):

‘শিক্ষা, সংস্কৃতি, ঐক্য’ – এ স্লোগান সামনে রেখে সরকারি বাঙলা কলেজে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ’।

সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) ৮৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে রবিবার (১০ এপ্রিল) কমিটির অনুমোদন দেন সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মো. জহিরুল ইসলাম এবং বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মুজিবুর রহমান অনিক ও মোঃ রাকিব হোসেন মিরন। নবগঠিত কমিটিতে বাঙলা কলেজে অধ্যয়নরত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী অমিতকে সভাপতি ও শান্ত বৈরাগীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

নব-নির্বাচিত সভাপতি কাজী অমিত বলেন, আমাদের উদ্দেশ্য বরিশাল জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং সুসংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তোলা। ‘বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ সবসময়  শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে৷ শিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা সর্বদা পাশে থাকবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবো। তিনি আরো বলেন, ন্যায়, সত্য ও সুন্দর পথে থেকে আপোষহীন ভাবে সর্বোচ্চ সেবা দিয়ে, বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এ জন্য সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শান্ত বৈরাগী বলেন ”সিনিয়র জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করে শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করবো। জেলা হতে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সমস্যা সমাধান ও ভর্তি পরীক্ষা তথা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করবো। এককালীন বৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ সুনিশ্চিত করবো।”

 

নতুন কমিটিতে দিপু হালদার, সাব্বির হোসেন রাজ, আকিবুর রহমান খান সিয়াম, হাসিবুর রহমান, রাসেল মাহমুদ, দুলাল বড়াল নিলয় এবং ফয়সাল  আহমেদ সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ইমন হাসান ভূইয়া, আরিফ খান জয়,কাবুল মল্লিক বাবু, জনি শিকদার, তাকওয়া আদর, কাজী রাশেদ,মির্জা সেজানুল হোক ইমন ও নবীন চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..