কনকনে শীতের রাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে দ্বিতীয় দিনের মতো উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, সারা দেশব্যাপী প্রচণ্ড শীতের কারণে দুঃস্থ ও অসহায় মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। এ অবস্থায় ইউএনও মোঃ নাজমুল ইসলাম নিজ উদ্যোগে গভীর রাতে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতের রাতে যখন এই সহায়তা পেয়ে অসহায় মানুষগুলো আবেগে আপ্লুত হয়ে পড়েন, তখন দৃশ্যটি ছিল সত্যিই হৃদয়ছোঁয়া।
ইউএনও নাজমুল ইসলাম বলেন, “এই শীতে অনেক মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমরা শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এ কার্যক্রম চলমান থাকবে, যাতে কোনো দুঃস্থ মানুষ শীতে কষ্ট না পায়।”
এমন মানবিক কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রশংসার ঝড় তুলেছে।তারা মনে করছেন উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে শীতার্তরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ।