বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে সুগন্ধ্যায় ডুবে শ্রমিকের মৃত্যু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক এমপি সেলিম উদ্দিন ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩  বরিশালে ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড প্রদানসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে মামলা অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিলেন তালতলী কৃষক দল বিয়ানীবাজারে কিষান-কিষানিদের ব্যস্ত সময় বরগুনার আমতলীতে ভুয়া ডিবি পরিচয়ে মামলার তদন্ত করে চাঁদাবাজি গ্রেফতার ২ পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ : সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের

তাড়াইল উপজেলা নির্বাচন অফিসের দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন এর নেতৃত্বে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে । এসময় তারা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা সকল কর্ম থেকে বিরত থাকেন।

১৩ (মার্চ) বৃহস্পতিবার বেলা ১১ টায় তাড়াইল নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে তাড়াইল উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি রাখেন। এসময় সেবা নিতে আসা ৭-৮ জন ব্যক্তিকে দুপুর ১টা অবদি অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।

তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। তিনি আরো বলেন, ২০০৭-২০০৮ সালে বিশেষ প্রেক্ষাপটে ভোটার তালিকা কার্যক্রম শুরু হয় এরপর থেকে বিভিন্ন সময়ের প্রতিটি স্টেক হোল্ডারের সাথে কমিশনের যখন সংলাপ হয় তখন প্রত্যেকেই বলেছেন ভোটার তালিকা এবং এনআইডি একসাথে নির্বাচন কমিশনে থাকবে কিন্তু এর পরবর্তীতে দেখলাম যে ভোটার তালিকা শুধু এনআইডি তাকে আলাদা করার জন্য সর্বশেষ ২০২৩ সালে একটা প্রজ্ঞাপন জারি করে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার জন্য। যা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য দুঃখজনক বার্তা বহন করে। কারণ এই এনআইডি ২০০৭-২০০৮ থেকে জন্ম নেবার পরে হাটি হাটি পা পা করে অনেক কিছুর সমন্বয়ে সুসংগঠিত হয়েছে নির্বাচন কমিশনের হাত ধরে। নির্বাচন কমিশনে রয়েছে সুসংগঠিত জনবল, রয়েছে পর্যাপ্ত পরিমাণে ইন্সট্রুমেন্ট হয়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যা অন্য কোন কমিশনও এত অল্প সময়ের মধ্যে সমন্বয় করা সম্ভব নয়। জাতীয় পরিচয় পত্রের পেছনে নির্বাচন কমিশনের যে ভূমিকা রয়েছে, যে অনবদ্য অবদান রয়েছে তা অস্বীকার করা কারো পক্ষে সম্ভব নয় বলে দাবী করেন এ কর্মকর্তা।তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, জাতীয় পরিচয় পত্র এবং ভোটার তালিকা একটি অভিন্ন ও তথ্য বহুল কার্যক্রম তাই এটি নির্বাচন কমিশনের হাতে যেন থাকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..