বিয়ানীবাজারের কৃতি সন্তান জামায়াতে ইসলামীর সাবেক সহকারি সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি বিয়ানীবাজারের সন্তান সেলিম উদ্দিন।
এক শোক বার্তা তিনি বলেন, ব্যক্তিগতভাবে সুসম্পর্ক থাকায় তাঁকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিয়ানীবাজারের এ সন্তানের শূন্যস্থান পুরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি। মহান রব যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সাথে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শনিবার (৪মে) বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে বিকালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।