শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবসে নান্দাইলে যানবাহন মনিটরিং করলেন সহকারী কমিশনার ( ভুমি) মো: ফয়জুর রহমান বিয়ানীবাজারের বাসাভাড়ায় বোবা কান্না মধ্যবিত্ত পরিবারের নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা বরগুনায় ১৫৮ জন আ.লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের বিখ্যাত আমড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ তাড়াইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত অবশেষে বদলী হলেন বিয়ানীবাজারের এ্যাসিল্যান্ড ইউএনও’র বিদায়ে কাঁদলেন এলাকাবাসী

মহান মে দিবসে নান্দাইলে যানবাহন মনিটরিং করলেন সহকারী কমিশনার ( ভুমি) মো: ফয়জুর রহমান

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা যানবাহনের অত্যন্ত ব্যস্ততম জায়গা চৌরাস্তা বাস স্ট্যান্ড মে দিবসেও মনিটরিং করলেন সহকারী কমিশনার ( ভুমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ফয়জুর রহমান।

জানা যায়, মহান মে দিবস উপলক্ষে এক শ্রেণির অসাধু চালক যানবাহন কম চলায় যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় করে। এতে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করা যাত্রী সাধারণকে অতিরিক্ত ভাড়া গুনতে হয় এবং আর্থিক ভাবে হয়রানি শিকার হতে হয়। সে দিক বিবেচনা করে আজকে মহান মে দিবসে নান্দাইল চৌরাস্তা বাস স্ট্যান্ডে যাতে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সে জন্য প্রতিটি বাস উঠে তল্লাশি করেন এবং সিএনজি অটো রিক্সা সকলকে সতর্ক করে দেন। পাশাপাশি স্ট্যান্ডে টিকিট কাউন্টার হেল্পার ও চালকদের নির্দেশনা দেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ফয়জুর রহমান জানান, মে দিবস উপলক্ষে রাস্তায় যানবাহন কম থাকায় অসাধু চালক সহ জড়িতরা যাত্রী সাধারনের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। এ হয়রানি রোধ কল্পে মুলত আজকের এ অভিযান। যাতে নির্বিঘ্নে যাত্রীরা গন্তব্য পৌছতে পারে। আজকের এ মনিটরিং কাজে সহযোগিতা করেন নান্দাইল হাইওয়ে পুলিশ ।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া । যাত্রী সেবা নিশ্চিত করতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এখানে যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..