শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নেতা সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহার পরলোক গমন: সাংবাদিক কমিউনিটির শোক প্রকাশ বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ সিকদারের ইন্তেকাল ভোটের মাধ্যমে মসজিদের কমিটি গঠনের সিদ্ধান্ত কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ দেশে প্রথমবারের মতো পাসপোর্ট সেবায় ব্যাতিক্রমী উদ্যোগ জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিল বিভাগেও তারেক রহমানসহ সব আসামি খালাস বেতাগীতে দুর্বৃত্তদের আঘাতে ব্যবসায়ী গুরুতর আহত

বন্যার পূর্ব প্রস্তুতি গ্রহনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৭৯৪ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন SIBE-NIMC প্রকল্পের আওতায় সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ঢাকায় বন্যার পূর্ব প্রস্তুতি গ্রহণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মো: কাউসার আহাম্মদ, মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ডিন, বিজ্ঞান অনুষদ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; শরীফ জামিল, কনভেনার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং গাজি আনোয়ার, সহসভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোণা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার, ফেনীসহ দেশের বন্যাপ্রবণ বিভিন্ন জেলা থেকে সাংবাদিকবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহন করেছেন।

প্রাতিষ্ঠানিক পূর্ব প্রস্তুতির বর্তমান বাস্তবতা, বন্যা কবলিত এলাকার সংকট নিরসনে কারিগরি পদক্ষেপসমূহ ও ভবিষ্যত পরিকল্পনা, প্রচলিত সংবাদ ও প্রত্যাশিত রিপোর্টিং, সংকট নিরসনে সাংবাদিকের করণীয় নিয়ে বক্তারা আলোচনা করেন।

আলোচনায় বন্যা মোকাবেলার সমন্বিত পরিকল্পনা ও আন্তর্জাতিক আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রচলিত ঘটনা নির্ভর ছবি, সর্বত্র ত্রাণ, নেতিবাচক সংবাদের বিপরীতে বিগত বছরের অভিজ্ঞতা ও পূর্বাভাসের ভিত্তিতে গঠনমূলক সমালোচনা, সমৃদ্ধ তথ্য-উপাত্ত, বছরব্যাপী পরিকল্পনা, অংশীজন বিশ্লেষণ, বিগ ডাটা, তথ্য চিত্র উপস্থাপনের মাধ্যমে গবেষণাধর্মী রিপোর্টিং এর উপর জোর দেন। এছাড়াও, বন্যা অভিযোজন ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বসতর্ক হওয়ার পাশাপাশি বন্যা মৌসুমের আগেই ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে সচেতনতা তৈরিতে সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনায় আরো অংশ নেন পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ। প্রকল্প উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক অনুষ্ঠান সঞ্চালনা করেন। কর্মশালা ব্যবস্থাপনায় ছিলেন উপপরিচালক সুমনা পারভীন।

প্রশিক্ষণার্থীগণ বন্যা পূর্ব প্রস্তুতিমূলক রিপোর্টিং এর সমস্যা ও সমাধানের উপায় নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..