দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“সুযোগ ব্যয়ের যথার্থ ব্যবহার করি, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো “অর্থনীতি বিভাগের ৫ম মিলন মেলা ২০২৩”।
সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহমেদ উল্লাহ এর সঞ্চালনায় ৯ অক্টোবর (সোমবার) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার “সায়ান রিসোর্টে” এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলন মেলায় দিনভর বিভিন্ন অনুষ্ঠান সূচি রাখা হয়েছে এর মধ্যে পরিচয় পর্ব, টি-শার্ট, দুপুরের খাবার, বল নিক্ষেপ, পুরুষ্কার বিতরণী, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শেষ হয়।
অর্থনীতি বিভাগের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরিন্দ্র কুমার রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার ঘোষ প্রমুখ।