মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট মোরেলগঞ্জে ওসি মতলুবর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও মিছিল কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখার জোয়ার: প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারকে ঘিরে ভোটারদের নতুন প্রত্যাশা বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া প্যারিসের অন্যতম মানবিক ডাক্তার হসপিটাল অ্যামব্রোইজ প্যারে এর অর্থোপেডিক সার্জন ডাঃ চার্লস পিওগার নলছিটিতে কর ফাঁকি রোধে ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ চৈতার পীর মাওলানা নুর মোহাম্মদ খান মারা গেছেন ‘অবাধ সুষ্ঠু নির্বাচন: সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮২৯ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখর নগর (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হোসেন’র দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা শেষে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে অনুষ্ঠানের আয়োজন করেন অত্র স্কুল কমিটি ও এলাকাবাসী।

বাখর নগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি মাসুদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক ময়নাল হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।

এসময় বক্তারা বলেন, তিনি অনেক ভালো ও উদার মনের মানুষ। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় ছিলেন। কখনো রাগ বা ক্ষোভ দেখিনি। পিতার মতো শিক্ষার্থীদের পড়িয়েছেন। তিনি এতো উদার মনের মানুষ, কোনো শিক্ষকের বিপদ হলে সঙ্গে সঙ্গে যেতেন এবং খোঁজ খবর নিতেন। স্যার অবসর জনিত কারণে বিদায় নিয়েছেন। আমরা স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষক ময়নাল হোসেন স্যার তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ প্রথম কোনো বিদায়ী শিক্ষককে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে  বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

থোল্লা (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদ আহম্মেদ এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাবেক সভাপতি রেবেকা ম্যাডাম, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার আহমেদ, শিক্ষক মোঃ বরকত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বাখর নগর হাসিমিয়া ইসলামী ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ছামির হোসাইন, ৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন প্রমুখ।

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা হাতে গাঁদা ফুল আর গোলাপের পাপড়ি ছিঁটিয়ে বিদায় সংবর্ধনা দিলেন। মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে বাইরে এলেন তাঁদের প্রিয় শিক্ষক। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে অশ্রুশিক্ত নয়নে ফুল দিয়ে সাঁজানো সুসজ্জিত প্রাইভেট কারে বিদায় দিলেন শিক্ষার্থীরা। বিদায়বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন উপজেলার বাখর নগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবার প্রিয় বিদায়ী প্রধান শিক্ষক ময়নাল হোসেন।

বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষক ময়নাল হোসেন  বলেন,‘ দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা শেষে আজ আমি নিজেকে সার্থক মনে করছি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। এ বিদ্যালয় থেকে এর আগে আর কোনো শিক্ষক এভাবে সংবর্ধিত হয়নি। তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় চেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..