বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোরেলগঞ্জ পৌর বিএনপি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোরেলগঞ্জ ফেরিঘাট জামে মসজিদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সিকদার ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মো. ফারুক হোসেন সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোরেলগঞ্জ পৌর বিএনপি
মো. আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক, মোরেলগঞ্জ পৌর বিএনপি মো. মাসুদ খান চুন্নু, সভাপতি, মোরেলগঞ্জ পৌর শ্রমিক দল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোহেল রায়হান।
বক্তারা বলেন, বিএনপি সব সময় জনসেবায় বিশ্বাসী এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে। তারা দলীয় নেতাকর্মীদের আরও বেশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।
নেতারা আশ্বাস দিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে, কারণ বিএনপি সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
কম্বল পেয়ে উপস্থিত সুবিধাভোগীরা বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট লাঘবে সহায়ক হবে।