রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ—ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সহকারী নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান। এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামানসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. মোহসীনা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও হলভিত্তিক শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা দেরিতে পাওয়া যায়, ফলে ৩০ নভেম্বর থেকে মনোনয়ন বিতরণ শুরু হয় এবং ১ ডিসেম্বর পর্যন্ত তা চলমান ছিল। কিন্তু সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে নির্ভুল, হালনাগাদ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা পাওয়া অপরিহার্য। কোন শিক্ষার্থী কোন হলে অবস্থান করছেন, কার ছাত্রত্ব বাতিল হয়েছে বা কার ভর্তিচ্যুতি ঘটেছে—এসব তথ্য কমিশন স্বতঃসিদ্ধভাবে নির্ধারণ করতে পারে না; বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই তা সরবরাহ করতে হয়।
তিনি জানান, রেজিস্ট্রার দপ্তর থেকে পাওয়া ভোটার তালিকা ও হল সংযুক্তি সংক্রান্ত নথিতে একাধিক গুরুতর ভুল, অসঙ্গতি ও অসম্পূর্ণতা পাওয়া গেছে। এ ধরনের ত্রুটিপূর্ণ তথ্যের ভিত্তিতে মনোনয়ন বিতরণ অব্যাহত থাকলে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে এবং এর বৈধতা নিয়েও জটিলতা তৈরি হবে। তাই সংশোধন ছাড়া নির্বাচন কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না বলে কমিশন মনে করছে। একইসঙ্গে ভুল তথ্য সরবরাহে কারও উদ্দেশ্যমূলক ভূমিকা আছে কি না তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্তের আহ্বান জানানো হয়েছে।
কমিশন আরও জানায়, হল ভিত্তিক ভোটার তালিকার সকল ভুল, বাদ পড়া নাম, দ্বৈততা ও অসামঞ্জস্য যাচাই–বাছাই করে দ্রুত সংশোধিত তালিকা সরবরাহ করতে রেজিস্ট্রার অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাইকৃত তালিকা হাতে পেলেই তফসিলের বাকি কার্যক্রম পুনরায় শুরু করা হবে। কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দেয়—চাপের মুখে পড়ে তারা কোনো ত্রুটিপূর্ণ প্রক্রিয়া এগিয়ে নেবে না; বরং সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই অটল থাকবে।
এর আগে রোববার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র সংগ্রহ সোমবার সকালেও উৎসবমুখর পরিবেশে চলছিল। আজই মনোনয়ন সংগ্রহের শেষ দিন হওয়ার কথা ছিল।