বরগুনার বেতাগীতে প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালন হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ উপস্থিত হয়ে বেতাগী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের পরীক্ষা নিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষকগণ শহরের বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষক অবস্থান নেন এবং কমপ্লিট শাটডাউন পালন করেন। কমপ্লিট শাটডাউন চলাকালে ভার্চুয়াল্লি বক্তব্য রাখেন বরগুন-২ আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাসেল সাবরিন ও সাধারণ সম্পাদক মোস্তারিয়া আক্তার এ্যানীসহ সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সকালে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তাৎক্ষনিক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময়ে তিনি শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান। দুপুরের পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাহমুদুল ইসলাম বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে পরীক্ষা নেওয়ার আহ্বান করেন। পরে শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন নূরুল ইসলাম মণির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম নূরুল ইসলাম পান্না ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. শাহাদাত হোসেন মুন্না।