বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মির্জাগঞ্জে শোক সভা ও দোয়া নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাদী হত্যা মামলার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খালেদা জিয়া ইতিহাসে স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন: জাতিসংঘ মহাসচিব ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি-বুলবুল এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ তারেক রহমানের উত্তরবঙ্গ সফর: ৪ দিনের কর্মসূচি প্রকাশ তাড়াইলের ডিউটি অফিসার ইব্রাহিম কর্মদক্ষতা ও দায়িত্বশীলতায় অনন্য তাড়াইলে ক্ষুদে ফুটবলার রাহুল: মাঠে যেন মেসির প্রতিচ্ছবি

তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার--------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বর থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।

তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য তাড়াইল উপজেলা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও জানান, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ এলাকা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও সরকারি প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জনসচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন করা হলে তাড়াইল উপজেলার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..