কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বর থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।
তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য তাড়াইল উপজেলা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও জানান, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ এলাকা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও সরকারি প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জনসচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন করা হলে তাড়াইল উপজেলার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।