মনোনয়ন সংক্রান্ত জটিলতা কাটিয়ে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার পর তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের শুনানি শেষে এই সিদ্ধান্ত আসে। রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাজী শিপন বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই বাগেরহাট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে গত ৩ জানুয়ারি বাগেরহাটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রে সংযুক্ত সমর্থনকারী ভোটারদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে দশজনের তথ্য যাচাই করা হলে পাঁচজন তাদের স্বাক্ষর অস্বীকার করেন। এতে প্রাথমিকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
প্রতিক্রিয়ায় কাজী শিপন বলেন, দলের অভ্যন্তরীণ কিছু অনিয়ম ও চক্রান্তের কারণে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মাঠপর্যায়ের নেতাকর্মীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
উল্লেখ্য, কাজী খায়রুজ্জামান শিপন এর আগে বাগেরহাট-৪ আসন থেকে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে তা বাতিল হয়। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পান।