কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২সেপ্টেম্বর) দুপুর ২টা উপজেলা কার্যালয় চত্বরে মাওলানা এনামুল হক(বড় হুজুর) এর সভাপতিত্বে ও হা. মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার। তিনি বলেন, দলীয় সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, যার প্রমাণ বাংলাদেশের জনগণ বিগত নির্বাচন গুলোতে দেখেছে। তাই বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধিনেই আগামী সংসদ নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, লোটেরা, দূর্নীতিবাজ, আর সন্ত্রাসীদের উপদ্রব কমাতে হলে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে শান্তির প্রতিক হাতপাখাকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি জনাব মুহাম্মাদ রুকন উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুস্তফা কামাল, অর্থ সম্পাদক জনাব মুহাম্মাদ আলী আকবর(মাষ্টার)।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) তাড়াইল উপজেলা সেক্রেটারী মাওলানা আমিনুল হক আকুবপুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি জনাব সাইদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি হা. মাওলানা শরীফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা দফতর সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূইয়া, তাড়াইল উপজেলা সভাপতি আরিয়ান আহমেদ রাহাত প্রমুখ নেতৃবৃন্দ।