বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

মোরেলগঞ্জে ঊম্মাহ এইড নেটওয়ার্কের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৫৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ঊম্মাহ এইড নেটওয়ার্ক। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে হোগলাবুনিয়া ৮২ নং পশ্চিম সানকি ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল উষ্ণ কম্বল, টুপি এবং শীতের চাদর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল করিম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন তানবিন রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊম্মাহ এইড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য মো. আলাউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার অমিত মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, রেজাউল করিম, আব্দুর রহিম, মো. ইলিয়াস মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

প্রধান অতিথি মো. আলাউদ্দিন মজুমদার তার বক্তব্যে বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পেরে আমরা আনন্দিত।”

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম বলেন, “ঊম্মাহ এইড নেটওয়ার্কের এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।”

ঊম্মাহ এইড নেটওয়ার্ক ২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যার সময় ত্রাণ বিতরণ, গভীর নলকূপ স্থাপন এবং অসহায় মানুষের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে দেশের বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেছে। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে খাদ্য বিতরণ, চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ।

স্থানীয়রা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সকলের প্রত্যাশা, সংগঠনটি ভবিষ্যতেও মানবিক সহায়তার হাত প্রসারিত করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..