শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাতিসংঘ-বাংলাদেশ টেকসই উন্নয়নে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: আইন উপদেষ্টা তথ্য উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ নান্দাইল উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে শুভ ও সা’দ ড্রেনবিহীন রাস্তা, বৃষ্টি হলেই পানি জমে বিয়ানীবাজার সাভারের আশুলিয়ায় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের লাশ মিলল পুকুরে মির্জাগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন গণহত্যায়’ শহীদ মাহফুজুর রহমানের কবর খননে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা

নান্দাইলে ইউএনওর সুলভ মূল্যের বাজার চালু ॥ সাধারণ মানুষের স্বস্তি

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৭৭২ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়মতার মধ্যে রাখতে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) সুলভ মূল্যের হাটবাজার চালু করা হয়েছে। উক্ত হাট বাজার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। উপজেলা পরিষদ চত্বরে উক্ত হাটে ভোক্তাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পন্যের সুলভ মূল্যের দোকান বসানো হয়।

বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা বাজার উদ্ভোধনের পর থেকেই দোকানে প্রতিটি ভিড় জমাচ্ছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন।

এই হাটে উদ্ভোধনের পর থেকে শত শত সাধারন মানুষ ভিড় করছেন। সরেজমিন সুলভ মূল্যের বাজার ঘুরে দেখাযায়, উদ্বোধনের দিন সুলভ মূল্যের দোকানে প্রতি কেজি বড় রুই মাছ ২৫০ টাকা, ছোট রুই মাছ ২০০ টাকা, সিলবার কার্প বড় ১৭৫ টাকা, টমেটো ১০টাকা, কাঁচা মরিচ ৩৫ টাকা, চিনি ১১৮টাকা, ডাল ১০৫ টাকা, পিয়াজ ৩৫টাকা, রসুন ৭০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা ও প্রতি ডজন ডিম ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা রফিক ও দিন মজুর জুয়েল জানান, বাজারে দ্রব্য মূল্যের যে উর্দ্ধগতি বিরাজ করছে সেই মুহূর্তে এই সুলভ মূল্যের বাজারটি নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে তেল ও গোশত বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হত।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, দোকানে রোজা উপলক্ষে মাংস শাকসবজি বিক্রয় করার জন্য ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কোনো ধরনের মুনাফা না করে, শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এই হাটে। বাজারে বিক্রেতাদের কোনো খাজনা দিতে হবে না। ১১তম রমজান থেকে মাস জুড়ে নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য এই বাজার উন্মুক্ত থাকবে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..