রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি হতদরিদ্র কর্মহীনরা বাদ, ভেকুতে কাজ, কাবিটা প্রকল্পে অনিয়মের পাহাড় নান্দাইলে ইমাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ আমতলীতে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ভূতাইলের মাঠে দর্শকের উল্লাস, ইছাপুরা পেল নগদ ২ লাখ টাকার পুরস্কার সাংবাদিক নেতা সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহার পরলোক গমন: সাংবাদিক কমিউনিটির শোক প্রকাশ বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ সিকদারের ইন্তেকাল ভোটের মাধ্যমে মসজিদের কমিটি গঠনের সিদ্ধান্ত কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

বাংলাদেশে জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৭৭৬ বার পঠিত

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কার্বন নিঃসরণ হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাজে সহযোগিতায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (সিআরআইডিপি)-এর দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ব্যয় করা হবে। এডিবি’র এ ঋণের পাশাপাশি এতে আরও সহ-অর্থায়ন যোগ হচ্ছে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) থেকে ১১৩ মিলিয়ন ডলার এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার।

এডিবি’র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সামীর খাতিওয়াদা বলেন, এই কর্মসূচি সরকারের বিভিন্ন সংস্থাকে একত্র করে জাতীয় নীতির সাথে সমন্বয় করে কাজের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

তিনি  বলেন, এটি জলবায়ু অর্থায়নের পথে বাধা দূর করবে, অগ্রাধিকার খাতে অভিযোজন প্রচেষ্টা জোরদার করবে এবং জলবায়ু প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করবে।

সিআরআইডিপি-এর আওতায় ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ গঠন করা হবে, যার মাধ্যমে জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ ও সরকারি মন্ত্রণালয়গুলোকে জলবায়ু প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নে দক্ষতা বৃদ্ধি করা হবে।

এছাড়া স্থানীয় পর্যায়ে যুব ও লিঙ্গ সংবেদনশীল অভিযোজন ব্যবস্থার প্রসারের জন্য নতুন একটি কাঠামো গড়ে তোলা হবে। কর্মসূচির আওতায় একটি জাতীয় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশল বাস্তবায়নেও সহায়তা থাকবে, যার মধ্যে রয়েছে শস্য বীমা, দুর্যোগ বীমা এবং দুর্যোগকালীন জরুরি অর্থায়ন ব্যবস্থা।

এছাড়া, এ কর্মসূচির আওতায় ২০২৫-২০৩৪ সাল মেয়াদি ‘ঢাকার পরিবহণ মহাপরিকল্পনা’ হালনাগাদ এবং ‘ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান’-এর নবায়নযোগ্য জ্বালানি খাতের কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণেও সহায়তা দেওয়া হবে, যা পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দেবে।

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, যদি উচ্চ হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ চলতে থাকে, তবে ২০৭০ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-তৃতীয়াংশ পর্যন্ত হ্রাসের ঝুঁকি রয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড়ে বছরে প্রায় এক বিলিয়ন ডলার বা জিডিপির ০.৭ শতাংশ ক্ষতি হয়। আর ২০৫০ সালের মধ্যে ভয়াবহ বন্যায় দেশের অর্থনীতি সম্ভাব্য প্রবৃদ্ধির তুলনায় ৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। ওই সময়ের মধ্যে দেশের ১৭ শতাংশ জমি এবং ৩০ শতাংশ খাদ্য উৎপাদন হ্রাস পেতে পারে, যা খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে।

এই কর্মসূচি এ খাতে সমন্বিত ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব, পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের ঘাটতি ও বেসরকারি খাতের স্বল্প অংশগ্রহণের মতো মূল প্রতিবন্ধকতাগুলো নিরসনে সহায়তা করবে। কর্মসূচির মূল লক্ষ্য হলো- জলবায়ু বান্ধব নীতিনির্ধারণে সহায়ক পরিবেশ তৈরি, অভিযোজন সক্ষমতা জোরদার এবং প্রশমন কার্যক্রম ত্বরান্বিত করা।

উল্লেখ্য, এডিবি একটি অন্যতম প্রধান বহু-পক্ষীয় উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকের ৬৯টি দেশ সদস্য, যার মধ্যে এ অঞ্চলের সদস্য ৫০টি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..