ময়মনসিংহের নান্দাইলে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সেরা শিক্ষার্থীদের ‘বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন’ স্কিমের আওতায় শিক্ষা বোর্ড কর্তৃক নির্বাচিত মোট ১৬ জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড ও সনদপত্র তুলে দেওয়া হয়।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সারমিনা সাত্তার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের পরিবারের জন্যই নয়, বরং পুরো নান্দাইলের জন্য গর্বের।” তিনি শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা পরিদর্শক মাহবুবুল আলম খান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মঞ্জুরুল হক, প্রধান শিক্ষিকা মার্জিয়া সুলতানা, সুপার খালেদ সাইফুল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহেম্মদ,সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রবাল মজুমদার এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে অরুন্দিতি পাল প্রজ্ঞা।
এসময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।