ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার নান্দাইল প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম-এর পিতা আলাউদ্দিন (৭৮) আজ শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের বাসিন্দা ছিলেন।
শনিবার বাদ আছর জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে শায়িত হন।
জানায়ায় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো এনামুল হক বাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাব, নান্দাইল সাংবাদিক সমিতি ও ময়মনসিংহের উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।