বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত তাড়াইল উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুরাদনগরে বৃষ্টিতে ভিজে বিএনপি’র নেতাকর্মীদের বিজয় মিছিল গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে মুরাদনগরে প্রশাসনের শ্রদ্ধা হাসিনা পতনের মিছিল থেকে ফেরার পথে বাস গাড়ী চাপায় প্রভাষক নিহত চাঁদাবাজ মুক্ত সুন্দর নান্দনিক নান্দাইল গড়তে সকলের সহযোগিতা চান ইয়াসের খান চৌধুরী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আবু সাঈদের মা-বাবা গণঅভ্যুত্থানে হামলায় জড়িত জাবির ৬৪ ছাত্রছাত্রী আজীবন বহিষ্কার রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোরেলগঞ্জে নানা কর্মসূচি পালিত

গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে মুরাদনগরে প্রশাসনের শ্রদ্ধা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭৫১ বার পঠিত
কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টনকি গ্রামের শহীদ ইমন মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করছেন ......................................ছবি: সংগৃহীত

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদদের কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মঙ্গলবার সকালে প্রথমে ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শহীদ আল মামুন আমানতের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের শহীদ আউয়াল মিয়া, টনকি ইউনিয়নের চৈনপুর গ্রামের ইমন মিয়া, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের নাজমুল কাজী এবং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের মো. পারভেজের কবরস্থানে যান।

শ্রদ্ধা নিবেদনের পর ইউএনও মোঃ আবদুর রহমান শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের যে কোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাঁদের পরিবার আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র। তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাসান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আক্তার নুপুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..