মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত তাড়াইল উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুরাদনগরে বৃষ্টিতে ভিজে বিএনপি’র নেতাকর্মীদের বিজয় মিছিল গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে মুরাদনগরে প্রশাসনের শ্রদ্ধা হাসিনা পতনের মিছিল থেকে ফেরার পথে বাস গাড়ী চাপায় প্রভাষক নিহত চাঁদাবাজ মুক্ত সুন্দর নান্দনিক নান্দাইল গড়তে সকলের সহযোগিতা চান ইয়াসের খান চৌধুরী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আবু সাঈদের মা-বাবা গণঅভ্যুত্থানে হামলায় জড়িত জাবির ৬৪ ছাত্রছাত্রী আজীবন বহিষ্কার রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোরেলগঞ্জে নানা কর্মসূচি পালিত

হাসিনা পতনের মিছিল থেকে ফেরার পথে বাস গাড়ী চাপায় প্রভাষক নিহত

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত
হাসিনা পতনের মিছিল থেকে ফেরার পথে বাস গাড়ী চাপায় প্রভাষক নিহত ......................................ছবি: সংগৃহীত

৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতন দিবস ও গণ অভ্যুত্থানের বর্ষপূতির মিছিল থেকে ফেরার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুলিশাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রেজাউল করিম বাস গাড়ীর চাপায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। বাস আটকের খবর পেয়ে রাত নয়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। ঘটনা ঘটেছে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী গ্যাস পাম্প সংলগ্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যায়।

জানাগেছে, ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতন দিবস ও গণ অভ্যুত্থাণের বর্ষপূতির উপলক্ষে মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ওই মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকহাজার নেতাকর্মী অংশ নেয়। সন্ধ্যার আগে ওই মিছিল ও সমাবেশ শেষ হয়। ওই মিছিল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুলিশাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আইসিটি বিষয়ের প্রভাষক মাওলানা মোঃ রেজাউল করিম মোটর সাইকেলে বাড়ী ডালাচারা ফিরছিল।

পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী গ্যাস পাম্প সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী যাত্রীবাহী ছন্দা পরিবহনের বাস মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই প্রভাষক রেজাউল করিম নিহত হয় এবং তার সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক আহত হয়। খবর পেয়ে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের একে স্কুল থেকে ডাক্তার বাড়ী ষ্ট্যান্ড পর্যন্ত পাঁচ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ রাত পৌনে নয়টার দিকে ঘাতক বাস ও ষ্টাফদের মহিপুর থানায় আটক করে। আটকের খবর পেয়ে রাত নয়টার দিকে ইসলামী আন্দোলন কর্মীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

মোটর সাইকেলে আহরণকারী আব্দুল হক মল্লিক বলেন, বেপরোয়া গতিতে ছন্দা পরিবহনের বাসটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল কবির নিহত হন। তিনি আরো বলেন, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমি সামান্য আহত হয়েছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, ঘাতক বাসটি আটক ও গাড়ী ষ্টাফদের আটক নিশ্চিত হয়ে রাত নয়টার দিকে অরবোধ প্রত্যাহার করেছি। তিনি আরো বলেন, ঘাতক বাস চালকের কঠোর শাস্তি দাবী করছি।

আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুচ হাওলাদার বলেন, সড়ক দুঘর্টনার নিহত রেজাউল কবির আমার মাদ্রাসার তথ্য ও যোগাযোগ বিষয়ের প্রভাষক ছিলেন। এমন ঘটনার সঙ্গে জড়িত বাস চালকের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘাতক বাস ও ষ্টাফদের মহিপুর থানায় আটক করা হয়েছে। সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়। যান চলাচল স্বাভাবিক আছে। তিনি আরো বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..