ময়মনসিংহের নান্দাইলে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট আওয়ামী ফ্যসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয় বর্ষ পূর্তি পালন উপলক্ষে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আনন্দ শোভা যাত্রা বের হয়।
বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহের উত্তর বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী।
মিছিলটি উপজেলার মাজার বাসস্ট্যান্ড আনোয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু করে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে কানুরামপুর পশ্চিম বাসস্ট্যান্ডে এক সমাবেশ হয়। নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, ৫ ই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে এবং জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়। অবৈধ অন্যায় অবিচার করে কেউ বেশি দিন টিকে থাকতে পারেনা। যার জ্বলন্ত প্রমাণ ৫ ই আগস্ট।
এ বিজয় দিবস পুর্তিতে নান্দাইলকে এগিয়ে নিতে এবং চাঁদাবাজ মুক্ত নান্দনিক নান্দাইল গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, জনসমর্থন ছাড়া কেউ বেশি দিন টিকে থাকতে পারিনি, অতীতে ও পারিনি বর্তমানে পারবে না। মানুষের ভালোবাসার বিকল্প নেই। নান্দাইলকে আমি আধুনিক ও আর্দশ গড়ে তুলতে বদ্ধপরিকর।
এ জন্য জাতির ভবিষ্যত প্রজন্ম শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সময়ের দাবী। তিনি সকলের সহযোগিতা চান। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো এনামুল কাদির, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান লিটন ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো কামরুজ্জামান রাসেল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।