বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে কর্মসূচিগুলো পালিত হয়।
দিনের শুরুতেই সকাল সাড়ে ৮টায় মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে ১৯ জুলাই ঢাকার মিরপুর-১০ এলাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। এ সময় শহীদের পিতা আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-জাবের, উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে মাহফুজসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিন সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
‘৫ আগস্ট—জুলাই চেতনার বাস্তবায়ন’ এবং ‘শোষণহীন, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নৌ ও সড়কপথে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে মোরেলগঞ্জের কাপুড়িয়াপট্টিতে সমবেত হন। পরে সেখানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের নেতা ও জামায়াতের সাবেক এমপি প্রার্থী অধ্যাপক শহিদুল ইসলাম, বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আহম্মেদ, পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ সুলতান আহমেদ, ছাত্রশিবির নেতা ও ইসলামী সংগীতশিল্পী নওশাদ মাহফুজ, অ্যাডভোকেট মহিবুল্লাহ তালুকদার, পৌর সেক্রেটারি মাওলানা আল-আমীন হাওলাদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের মানুষ এখনো ইসলামী শাসনব্যবস্থার জন্য অপেক্ষায় আছে। তারা আল্লাহর বিধান অনুযায়ী সৎ নেতৃত্বে দেশ পরিচালনার স্বপ্ন দেখে। বক্তারা জনগণের সহযোগিতা কামনা করে বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী নেতৃত্বই একমাত্র বিকল্প।
এদিকে, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিজয় মিছিলসহকারে নেতাকর্মীরা পুরাতন মাছবাজার সংলগ্ন সোনালী ব্যাংক মোড়ে এসে এক গণসমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল-ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ১৯ জুলাইয়ের ছাত্র জনতার আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। শহীদদের এই আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়।