৩৬ জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বৃষ্টিতে ভিজে বিজয় মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশনায় মঙ্গলবার বিকালে মিছিলটি বিএনপির কার্যালয় হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সৈয়দ আমজাদ আলী তছু মিয়া, যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, হিন্দু ঐক্য ফ্রন্ট এর আহ্বায়ক দুলাল দেবনাথ, উপজেলা ছাত্র বৈষম্য বিপ্লবী কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।