বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত তাড়াইল উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুরাদনগরে বৃষ্টিতে ভিজে বিএনপি’র নেতাকর্মীদের বিজয় মিছিল গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে মুরাদনগরে প্রশাসনের শ্রদ্ধা হাসিনা পতনের মিছিল থেকে ফেরার পথে বাস গাড়ী চাপায় প্রভাষক নিহত চাঁদাবাজ মুক্ত সুন্দর নান্দনিক নান্দাইল গড়তে সকলের সহযোগিতা চান ইয়াসের খান চৌধুরী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আবু সাঈদের মা-বাবা গণঅভ্যুত্থানে হামলায় জড়িত জাবির ৬৪ ছাত্রছাত্রী আজীবন বহিষ্কার রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোরেলগঞ্জে নানা কর্মসূচি পালিত

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আবু সাঈদের মা-বাবা

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আবু সাঈদের মা-বাবা........................................ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রংপুর মহানগরীর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শহীদ আবু সাঈদের মা-বাবাসহ শহীদ পরিবার, আহত ও সম্মৃখ সারির যোদ্ধারা।

৫ আগস্ট মঙ্গলবার দুপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম, বাবা মকবুল হোসেন, ভাই আবু হাসান, রমজান আলীসহ শহীদ পরিবার, আহত ও সম্মৃখ সারির যোদ্ধারা। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। শ্রদ্ধা নিবেদনের সময় কান্নায় ভেঙ্গে পড়ে শহীদ আবু সাঈদের মা ও বাবা। পরে তারা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মেলনে যোগ দেন।

এসময় আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, আমার সন্তানসহ অনেক শহীদ হয়েছে। সেই ঘটনার সাথে যারা তাদের এখনো ফাঁসি হলো না। দেশে এখনো ধনী গরীব পার্থক্য থাকলো। আমার ছেলে জীবন দিয়েছেন সবাই এক হবে বলে। বৈষম্য থাকবে না। কিন্তু কেন সেটা করতে পারছে না সরকার।

মকবুল হোসেন বলেন, আমি ছেলে হত্যার বিচার চাই। পুলিশসহ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, ছাত্র উপদেস্টা, বহিরাঙ্গন পরিচালক, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আমার ছেলেকে গুলি করে মেরেছে, মারার প্রেক্ষাপট তৈরি করেছে, নির্দেশ দিয়েছে তাদের আমি ফাঁসি চাই। এক বছর দেড় মাস হলেও কেন বিচার শেষ হলো না তার জবাব চাই।

গত বছর ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে আত্মত্যাগ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগের মাধ্যমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন মাত্রা পায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..