জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিনের সঞ্চালনায় ও তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারকে সংবর্ধনা প্রদান, গ্রাফিতি, চিত্রাঙ্কন, রচনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাশ রাজীব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আল আমিন, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপি’র সেক্রেটারি সারোয়ার আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মোঃ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী (প্রমূখ)।
উল্লেখ্য : জুলাই গণঅভ্যুত্থানে ২১ জন আহত ও ১ জন শহীদ পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট, ব্যাগ, খাবার সহ আনুষাঙ্গিক জিনিসপত্র প্রদান করা হয়।