ময়মনসিংহ জেলার বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী রাজগাতী ইউনিয়নে আউটারগাতী ও দরিল্লা গ্রামে উঠোন বৈঠকে নারীদের উদ্দেশ্য বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে একটি আর্দশ রাস্ট্র বিনির্মানে ৩১ দফা ঘোষণা করেছেন। যার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি নাগরিক নাগরিক সেবা পেতে বদ্ধপরিকর। কারণ দীর্ঘ দিনের অপশাসনে রাস্ট্র যন্ত্র সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এর মেরামত এখন সময়ের দাবী। সেই লক্ষ্য বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী তের ইউনিয়ন ও পৌরসভা ঘরে ঘরে বার্তা পৌছে দেয়ার জন্য গ্রামে গ্রামে নারীদের সংঘটিত করে দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য চষে বেড়াচ্ছেন।
তিনি আজ শনিবার ইউনিয়নের আউটারগাতী ও দরিল্লা গ্রামে দুইটা উঠান বৈঠকে বিএনপির আগামীদিনের কর্মকাণ্ড বিস্তারিত তুলে ধরেন। এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।
এ সময় এ প্রভাবশালী নেতা পারিবারিক পরিচয় তুলে ধরেন। তিনি আরও বলেন, আমি নান্দাইলকে জুয়া মাদক দুর্নীতি মুক্ত নান্দাইল গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ইউনিয়নের সর্বশেষ বড়াইল বাজার দরিল্লা বাজারে প্রতিটি দোকানীদের সাথে সালাম বিনিময় করেন এবং একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে উলুহাটি শিমুল তলা বাজারে ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করেন।
এসময় সাথে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক মো: নাজমুল হক,যুগ্ম আহবায়ক মো গোলাম মোস্তফা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো,আতাউর রহমান বুলবুল সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ভুইয়া সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: সুলেমান ভুইয়া রুকন, গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো আব্দুল্লাহ ভুইয়া সাবেক সাধারণ সম্পাদক ডা: মো সাইফুল ইসলাম মুশুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক মো ওমর ফারুক মাষ্টার, বিএনপি নেতা মো: নজরুল ইসলাম খান, আব্দুল হান্নান, ও ইমরান হাসান প্রমুখ ।
এ সময় উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী সাথে ছিলেন।উল্লেখ পর্যায় ক্রমে প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক চালিয়ে যাবেন বলে জানান।