কিশোরগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার প্রজন্মের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে বিলবরুল্লা, বৌলাই উদয়ন মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এ্যাপলো হেলথ কেয়ার পুরান থানা, কিশোরগঞ্জ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এই কর্মযজ্ঞ প্রায় দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত পরিচালনা করা হয়।
উক্ত ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে অন্তত শতাধিক মানুষকে ফ্রী মেডিকেল সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে ফিজিওথেরাপিস্ট ডা. সেলিম জাভেদ বাত-ব্যথা, পঙ্গু ও প্যারালাইসিস রোগের চিকিৎসা প্রদান করেন এবং ডা. মো. ফজলে রাব্বি খান অনিক মেডিসিন, শিশু ও নাক-কান-গলা রোগের চিকিৎসা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার প্রজন্মের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান সোহাগ, সংগঠন প্রধান রাকিব আহমেদ মেরাজ, স্বাস্থ্য ও চিকিৎসা শাখার প্রধান আব্দুল্লাহ আবু সাঈদ, দুর্যোগ ও ত্রাণ শাখার প্রধান জহিরুল ইসলাম, মাদক ও দুর্নীতি শাখার প্রধান আবু বকর (বাক্কার), মানবকল্যাণ শাখার প্রধান মোহাম্মদ শোয়েব, পরিবেশ শাখার প্রধান আব্দুল্লাহ, কর্মসংস্থান শাখার প্রধান রাসেল আহমেদ তুহিন, যোগাযোগ শাখার প্রধান ইয়াছিন আল আরাফাত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রজন্ম ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।