শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আইএলও এর ৩৫৩ তম গভর্নিং বডির সভায় যোগদান করেছে।
আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় এই সভার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি যোগদান করে।
প্রতিনিধি দলে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এম সাখাওয়াত হোসেন মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোসহ আইএলও এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বর্ণনা করেন।
এছাড়া শ্রম উপদেষ্টা বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিত আলোকপাত করেন।
উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল আগামী আয়োজনসহ গুরুত্বপূর্ণ সেশনসমূহে সক্রিয় অংশগ্রহণ করবেন।