কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৪-২৫ইং সালের সমাপনী শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১মে) দুপুর ২টায় শহরের গৌরাঙ্গ বারজার স্টেশন রোডস্থ হোটেল শেরাটনে আয়োজিত অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জোবায়ের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী,
বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ইং সেশনের সভাপতি হিসেবে মাওলানা আব্দুল করিম, নির্বাহী সভাপতি মাওলানা জোবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা ইলিয়াস কাসেমী সহ ৪১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।