শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও আমতলীতে যুবদল নেতার জামায়াতে যোগদান মুরাদনগরে সংবর্ধনায় সিক্ত হলেন নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি তাড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার দুই আসামী গ্রেপ্তার বন্ধ হচ্ছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সহ তিন স্থলবন্দর-উপদেষ্টা পরিষদ যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটোরিকশার স্টিয়ারিং হাতে শিশুরা

আমতলীতে যুবদল নেতার জামায়াতে যোগদান

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলা বিএনপির দানবীয় শক্তির কাছে পরাস্থ হয়ে উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ও বরগুনা জেলা কৃষকদল সহ-সভাপতি পদসহ বিএনপির সকল পদ ছেড়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ দলে যোগদান করছেন আবু বকর সিদ্দিক (জসিম) ফকির। শুক্রবার দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ সড়কে উপজেলা জামায়াতের ইসলামী দলীয় কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। পরে তিনি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় ফরম পুরণ করেন।

জানাগেছে, আমতলী উপজেলার হাসপাতাল সড়কের আবু বকর সিদ্দিক (জসিম) ফকির ২০০৫ সালে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। গত ১০ বছর ধরে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বরগুনা জেলা কৃষক দল সহ-সভাপতি ও উপজেলা কৃষকদল আহবায়কের দায়িত্ব পালন করেছেন। গত ১৬ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে ৮ টি মামলার আসামী হয়েছেন। গত বছর ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর দলীয় কর্মকান্ড জোড়ালো ভালে শুরু করেন তিনি। কিন্তু দলের কিছু সিনিয়র নেতাদের দানবীয় কর্মকান্ড তিনি ক্ষুব্দ হন বলে অভিযোগ করেন জসিম ফকির। তার আরো অভিযোগ দলের সিনিয়র নেতাদের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলের হাই কমান্ডে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। তাই তিনি ক্ষুষব্দ হয়ে বিএনপি দলের সকল পদ থেকে পদত্যাগ করেন তিনি।

শুক্রবার তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, বরগুনা জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, প্রভাষক কবির হোসেন, মাহবুবুর রহমান মঈন পহলান, মোঃ আবুল হাসান মৃধা ও আবদুল খালেক প্রমুখ।

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, ২০ বছর যুবদল, কৃষক দলের রাজনীতিতে যুক্ত ছিলাম। কিন্তু দলের মধ্যে নিয়ম শৃঙ্খলা নেই। দলের সিনিয়র দানবীয় শক্তির কাছে উপজেলা বিএনপির ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতির জায়গা বিএনপিতে নেই। তাই আমি যুবদল, কৃষকদলসহ বিএনপির সকল পদ থেকে অব্যহতি দিয়েছি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দলের আদর্শ ও কর্মকান্ড আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি জামায়াতে ইসলামী দলের সদস্য ফরম পুরণ করে যোগদান করেছি। কিন্তু তিনি বিএনপির দানবীয় শক্তির নাম প্রকাশ করতে অপরগতা প্রকাশ করেছেন।

জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত ইসলামী একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারেন। আজকে যুবদল নেতা আবুবকর সিদ্দিক (জসিম) ফকির আমাদের দলে যোগদান দিয়েছেন।

আমতলী উপজেলা যুবদল আহবায়ক কবির উদ্দিন ফকির বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, এ দলকে কেউ ভালোবেসে যোগদান করবে আবার কেউ সুফল ভোগ করতে না পেরে চলে যাবে। তাতে বিএনপির কিছুই আসে যায় না। তিনি আরো বলেন, উপজেলা বিএনপিতে দানবীয় শক্তি বলতে কিছুই নেই। এটা তার মনগড়া কথা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..