জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ জেলার জেলা প্রশাসক বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূতাইল গ্রামে স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠন স্বপ্নতরী–র পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সংবর্ধিত অতিথি নিজে, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর সুমন।
নিজ এলাকার এই ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, কর্মজীবনে সবসময় সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছি। সামনে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি, তবে আমার জন্মভূমি কুমিল্লা তথা মুরাদনগরের সম্মানও উজ্জ্বল করতে কাজ করে যাব।
আগামী ৩১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
ভূতাইল গ্রামের কৃতি সন্তান, প্রয়াত হারুনুর রশিদ (প্রাক্তন শিক্ষক, কামাল্ল উচ্চ বিদ্যালয়)-এর সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
প্রথমে তিনি ২৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। ইতোমধ্যে তিনি উপসচিব পদমর্যাদা অর্জন করেন।
চাকরি জীবনে তিনি সততা ও দক্ষতার সাথে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে—
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়),এসি ল্যান্ড (নেত্রকোনা সদর, জামালপুর সদর),উপজেলা নির্বাহী অফিসার (বাউফল, পটুয়াখালী), অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক, স্থানীয় সরকার (চাঁদপুর)
সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মুখ্য পরিচালক কর্মকর্তা, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, উপপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, জোনাল সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, নিজ এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রশাসক হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।