কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল বাজারে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে দোকান থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার থান কাপড় ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার পূর্বসাচাইল গ্রামস্থ তাড়াইল বড় মাসজিদের পূর্ব পাশে গুরস্তান রোডে অবস্থিত “আত-তাক্বওয়া বস্ত্রালয়” নামের দোকানটির মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম (৩২)। তিনি প্রতিদিনের ন্যায় গত শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫ইং) রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
পরদিন শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের তালা ভাঙা এবং ভেতরে থাকা কাপড়পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরবর্তীতে হিসাব করে দেখা যায়, দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার থান কাপড় ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৫,৫৫০ টাকা চুরি হয়ে গেছে।
এ ঘটনায় দোকান মালিক স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি রোকন উদ্দিন মহাজন এবং মার্কেট মালিক মাওলানা জাহাঙ্গীর ভূঞাকে বিষয়টি জানান। তাঁরা বিষয়টি থানায় অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তাড়াইল থানায় দায়িত্বরত শ্যামল মিয়া (ওসি তদন্ত) বলেন, “ আমি একটি লিখত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”