কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোছাঃ তানিয়া সুলতানা প্রিয়া (৩৭) নামে এক গৃহবধূ মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রিয়া তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে ২৭ অক্টোবর-২০২৫ইং সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সেরুয়াকান্দা গ্রামের প্রিয়ার নিজ ফিসারীর পাড়ে।
অভিযোগে প্রিয়া উল্লেখ করেন, তার প্রতিবেশী মিতাহ উদ্দিন কাজল, বাদল মিয়া, কামরুল ইসলাম, আউয়াল মিয়া, আঃ ওয়াহেদ, গিয়াস উদ্দিন ও স্বপন মিয়াসহ আরো কয়েকজন দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছেন।
ঘটনার দিন বিবাদীরা পরিকল্পিতভাবে তার বন্ধকীকৃত পুকুর থেকে মাছ ধরে নেয় এবং ফিসারীর পাড়ের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে।
এসময় প্রবাসী মনির উদ্দিন জামান রিপনের স্ত্রী প্রিয়া বাঁধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে আ: ওয়াহেদ ও গিয়াস উদ্দিনের নির্দেশে অন্যরা তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে।
অভিযোগে আরও জানা যায় , হামলার সময় বিবাদী মিতাহ উদ্দিন কাজল, তার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন যাহার বাজার মূল্য (আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে।
জীবন বাঁচার তাগিদে প্রিয়া তখন নিরুপায় হয়ে ডাক চিৎকার শুরু করে, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রিয়াকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
প্রিয়া অভিযোগে আরও জানানা যায়, তার স্বামী বিদেশে অবস্থান করায়, এই সুযোগে তাকে একা পেয়ে বিবাদীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর অত্যাচার করে আসছে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়।
উল্লেখ্য, এ বিষয়ে গ্রামে ও তাড়াইল থানায় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ হয় কিন্তু কোন সুরাহা হয়নি। বিবাদী পক্ষের লিগ্যাল নোটিশে জানা যায়, ১ফেব্রুয়ারি-২০২৫ইং বন্ধকী চুক্তির ২নম্বর শর্ত মোতাবেক বন্ধকনামা শেষ হয়। পরবর্তীতে উক্ত ফিসারি বুলবুল মিয়ার নিকট বন্ধক দেয়া হয় এবং ২৭তারিখে আনুমানিক সকাল ১০ঘটিকায় ফিসারির মাছ উত্তোলন করিয়া নিয়া যায় বিবাদীগন। এ বিষয়ে বুলবুলের ছেলে সুমন (২৮) বাদী হয়ে তাড়াইল থানায় আরও একটি অভিযোগ করেন।
এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান বলেন, একটি লিখিত “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”