“আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা আইএবি কার্যালয় সংলগ্ন সওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী, এলএলবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ক্বারী মোঃ কামাল উদ্দিন খাঁ।
বক্তারা বলেন, আজকের তরুণ প্রজন্মের মধ্যে আদর্শ, নৈতিকতা ও ইসলামী চেতনা জাগ্রত হলে দেশ ও জাতি এগিয়ে যাবে। ইসলামী যুব আন্দোলন একটি নৈতিক ও সামাজিক বিপ্লবের আন্দোলন—যার মাধ্যমে গড়ে উঠবে আদর্শ সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র।
অনুষ্ঠানে তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নবাগত সদস্যরা যোগ দেন। বক্তৃতা, দোয়া ও আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।