আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথরঘাটা) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে সূরার অন্যতম সদস্য ধানমন্ডি থানার নায়েবে আমির আলহাজ্ব ডা: সুলতান আহমদ নেতা-কর্মিদের নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর সাইদুল ইসলাম সোহরাব, সাবেক ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন ও পৌর জামায়াতে সহ-সভপতি হাফেজ মাহাবুবুর রহমান সহ অন্যান্যরা।
তাছাড়াও তিনি বেতাগী সরকারি কলেজ, বেতাগী সলেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী ও কেন্দ্রীয় জামে মসজিদে মতবিনিময় করেন। এ সময় বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমীর চন্দ্র বেপারী, সলেহিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোতালেব, বেতাগী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা প্রভাষক আ; হাই নেছারি সহ স্থানীয়গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বরগুনা -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডা: সুলতান আহমদ বলেন, জামায়াত করার অপরাধে ইতোমধ্যে দীর্ঘদিন সম্পূর্ণ অন্যায়ভাবে কারাভোগ ও নানা ধরনের নির্যাতন, বিশেষ করে রিমান্ডে নেওয়া থেকে শুরু করে একাধিকবার পুলিশি মামলা, ডিবির নির্যাতন ও হয়রাণির শিকার হয়েছি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারকে তাড়াতে দেশের অনেক ছাত্র ও যুবক মারাগেছে। তাদের আত্মত্যাগ ও মর্যাদা রক্ষায় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা এবং দাঁড়িপালা মার্কাার প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান।
এই ক্যাটাগরীর আরো খবর..