ঢাকা, ০১ নভেম্বর, ২০২৫ – দেশের তরুণদের অনুপ্রেরণার সবচেয়ে বড় মঞ্চে আবারও জমজমাট উৎসব! ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন (KIB) কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো Shukhee presents Rise Above All 2025 powered by MTB, যেখানে হাজারো শিক্ষার্থী, তরুণ পেশাজীবী আর উদ্যোক্তা একত্রিত হয়ে কাটালেন স্বপ্ন, সাহস আর নেতৃত্বে ভরা এক অনন্য দিন।
ইভেন্টটির টাইটেল স্পনসর ছিল ৩৬০° ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম Shukhee, পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল Mutual Trust Bank PLC (MTB), স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে Mastercard, আর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে Guardian Life Insurance Limited। আয়োজন করেছে Don Sumdany Facilitation & Consultancy, যারা বরাবরের মতো এবারও তরুণদের মাঝে অনুপ্রেরণার গল্পে আলো ছড়িয়েছে।
দিনের শুরুটা ছিল ইনস্পিরেশন আর এনার্জিতে ভরা। উদ্বোধনী বক্তব্যতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য রুবানা হক তার উজ্জ্বল উপস্থিতি আর অনুপ্রেরণামূলক বক্তব্যে দিনটির ভিব সেট করে দেন।

উদ্বোধনী বক্তব্যতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য রুবানা হক
ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষ লিডাররা — মোহাম্মদ মামদুদুর রশিদ, নাসের এজাজ বিজয়, এবং নাসিমুল বাতেন — আলোচনা করেন লিডারশিপ, লেগে থাকা ও লক্ষ্য নিয়ে।
‘Banking Legendary Duo’ সেশনে সৈয়দ মাহবুবুর রহমান ও আলি রেজা ইফতেখার তাদের অভিজ্ঞতা দিয়ে বোঝান, কীভাবে নৈতিকতা ও দূরদর্শিতা দিয়েই টিকে থাকা যায় নেতৃত্বের পথে।
Shukhee-এর CEO ড. আহমেদ আরমান সিদ্দিকী হেলথ, ইনকাম ও ডেভেলপমেন্টে ইনোভেশন নিয়ে নিজের জার্নি শেয়ার করেন।
এছাড়া সৈয়দ মোহাম্মদ কামাল ও আশরাফ বিন তাজ তাদের স্ট্রাগল আর সাফল্যের গল্পে দর্শকদের অনুপ্রাণিত করেন।
শুভাশীষ ভৌমিক তার ছেলের মিউজিক পারফরম্যান্স দিয়ে শুরু হয় তাদের সেশন, আর জীবনের তিনটি গল্প শোনান তিনি— দৃঢ়তা, কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরা।
‘Mind and Body Session’-এ তানভীর বৃত্ত, মিনহাজ রেমো ও জয়া বার্লিন আলোচনা করেন হেলথ, মানসিক ভারসাম্য ও পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে।
জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ তার জীবনের সংগ্রাম ও শেখার গল্প দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেন।
অভিনেত্রী তাসনিয়া ফারিন তার নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তরুণদের উদ্দেশ্যে বল“তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, সব কিছুই সম্ভবতিন
দিনজুড়ে টেকনোলজি, স্টার্টআপ, ইনফ্লুয়েন্সার কালচার আর হোলিস্টিক ওয়েলনেস নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা পেয়েছেন প্র্যাকটিক্যাল জ্ঞান ও নেটওয়ার্কিংয়ের সুযোগ।
দিনের সমাপ্তি ঘটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ব্যান্ড Nemesis-এর জমজমাট লাইভ পারফরম্যান্সে — যা পুরো অডিয়েন্সকে এনার্জি ও ইনস্পিরেশনে ভরিয়ে দেয়।
সহযোগী স্পনসর ছিলেন (Co-sponsors): MSI, Uber, Seven Rings Cement, Fit Elegance, DBH, AMA Coffee, Polar Ice Cream, Monno Ceramic এবং Shwapno।
অন্যান্য পার্টনাররা হলেন Turkish Airlines, Yamaha, Emami Group, Creative IT Institute, Prothom Alo, The Daily Star, Edvoy, Chery Bangladesh, Fresh Cola, Dettol, Grameen Danone, Chopsticks, Ruchi, Lays, Dan Cake, Fresh Premium Tea, Deepto TV, Tabaq, KFC, Surf Excel, Isho, Tickify, Perfetti Van Melle, ACI Pure Ready Mix, Kazi Resort, ICE Today, ICE Business, Inteelea, Checkmate, Renaissance, Elite Force এবং Carnival Internet.
Shukhee presents Rise Above All 2025 powered by MTB আবারও প্রমাণ করল — তরুণ প্রজন্মের স্বপ্ন, সাহস আর নেতৃত্বের যাত্রায় এই প্ল্যাটফর্ম এক আলোকবর্তিকা।
এটা শুধু একটি ইভেন্ট নয়, বরং জিবনের নতুন এক শুরু— নিজেকে বিশ্বাস করা, সীমা ছাড়িয়ে ওঠা, আর সত্যিকারের অর্থে “রাইজ এবাভ অল” করার।