বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি ডিগ্রী কলেজ শাখার ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মো সাব্বির হোসেনকে সভাপতি ও তাওহীদ ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপির মাধ্যমে জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলো- সিনিয়র সহ-সভাপতি ইমরান খাঁন, সহ-সভাপতি মোঃ হাসান, মোঃ মুছা শরীফ, শফিকুল ইসলাম (আসিফ), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ রাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ সিকদার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রায়হান ও প্রচার সম্পাদক মোঃ মাইনুল ইসলাম।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।