বরগুনার আমতলী পৌর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী মোঃ সোবাহান খলিফা বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে আমতলী ফায়ার সার্ভিস এলাকার কাছে। আহত সোবাহান খলিফার অভিযোগ, দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় পশ্চিম ঘটখালী এলাকার হাবিব খাঁনের নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি পেটায় এবং সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
শনিবার বিকেলে এ ঘটনায় ব্যবসায়ী সোবাহান খলিফা বাদী হয়ে হাবিব খাঁনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত হাবিব খাঁন অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো গত বুধবার সোবাহান আমাকে তার দোকানে আটকে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ জানান, আহত সোবাহানের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।